
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক আম চাষী তার বাগান পাহারায় নিয়োজিত পুলিশের বিরুদ্ধে আম চুরির অভিযোগ করেছেন। তিনি কলকাতা হাইকোর্টে এই বিষয় নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা করেন।
নদীয়া জেলার আম চাষী বিনোদ বালা জানান, স্থানীয় যুবকরা প্রায়ই তার বাগানের আম চুরি করতো। তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। পরবর্তীকালে আদালতের নির্দেশে কয়েকজন পুলিশ তার আমবাগান পাহারায় নিয়োজিত ছিলেন।
বিনোদের আইনজীবী তুলসী দাস রায় বলেন, ‘কিছুদিন আগে আমার মক্কেলকে শান্তিপুর থানার পুলিশ ডেকে নিয়ে যায় এবং প্রায় সাত ঘন্টা থানায় বসিয়ে রাখে। সন্ধ্যার দিকে তিনি লক্ষ্য করেন, থানার পুলিশরা সবাই আম খাচ্ছে। সেগুলো যে তার বাগানের আম, সেটাও চিনতে পারেন তিনি।
থানা থেকে ফিরে এসে বিনোদ বালা দেখতে পান, তার বাগানের প্রায় এক তৃতীয়াংশ আম উধাও। আমগুলোর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি। বিনোদ বালার ধারণা, বাগানের আম চুরির উদ্দেশ্যে তাকে বাগান থেকে দূরে সরিয়ে রাখার জন্যই দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়।
অবশ্য শান্তিপুর থানার পুলিশ প্রধান পার্থ প্রতিম রায় বলেন, ‘বিনোদ বালার আমবাগান পাহারা দেয়ার জন্য পুলিশ নিয়োগ করতে আদালতের নির্দেশের বিষয়টি তিনি জানতেন না। তার থানার পুলিশ ওই বাগান পাহারা দিত না।’
এদিকে পুলিশের বিরুদ্ধে আম চুরির অভিযোগ পেয়ে আদালত বিস্মিত। এজলাসে হাজির আইনজীবীরা জানান, অভিযোগ দেখে বিচারপতি বাগচীর মন্তব্য, এটা যদি সত্যি হয় তাহলে তা ভয়ঙ্কর ব্যাপার। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি