
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে আটক যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ড্রোনটি চীন সরকার ফেরত দেবে বলে জানিয়েছে পেন্টাগন।
রোববার পেন্টাগনের মুখপাত্র পিটার কুকের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ওই ড্রোনটি আটক করে চীন।
পিটার কুক জানিয়েছেন, চীনের কর্মকর্তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি। তারা জানিয়েছে দ্রুত ড্রোনটি হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
তবে কবে এই ড্রোনটি ফেরত দেওয়া হবে তা স্পষ্ট করে বলা না হলেও চীনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘সঠিক আচরণ বিধি মেনে’ ড্রোনটি ফেরত দেওয়া হবে।
এর আগে চীনের বিরুদ্ধে ওই ড্রোনটি চুরির অভিযোগ আনেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, ‘চীনকে আমাদের বলা উচিত, তারা যে ড্রোনটি চুরি করেছে, সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক।’
এদিকে পেন্টাগন জানিয়েছে, পানির নিচ দিয়ে চলতে সক্ষম ওই ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হচ্ছিলো।
গ্রন্থনা: রাকিব