
ডেস্কঃ শুধু চুল কাটার জন্য এক হাজার ৬০০ ডলার (প্রায় এক লাখ ৩০ হাজার টাকা) খরচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তির থেকে জানা যায়, সেখানে তিনি রাষ্ট্রীয় কোষাগারের পাঁচ লাখ ৪১ হাজার ৮৮৬ ডলার খরচ করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়,এ ভ্রমণে হাজার হাজার ডলার শুধু নেতানিয়াহুর চুল এবং মেকআপের জন্য খরচ করা হয়েছে। জনগণের করের টাকায় একজন প্রধানমন্ত্রীর এমন বিলাসবহুল জীবনযাপন নিয়ে দেশটিতে সমালোচনা চলছে।
গত শরতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় নেতানিয়াহুর ব্যয়ের পরিমানও তুলে ধরা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। ঐ সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার চুল কাটানোর জন্য খরচ করেছেন এক হাজার ৬০০ ডলার এবং মেকআপ আর্টিস্টকে বিল দিয়েছেন এক হাজার ৭৫০ ডলার।
সূত্র:এনটিভি অন লাইন
নিউজনেক্সটবিডি ডটকম/এসকেএস/টিএস