
চুয়াডাঙ্গা: জেলায় বিশেষ অভিযানে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমি পাড়ার গোলাম আলীর ছেলে শামিম (৫০), গোবরগাড়া গ্রামের হোসেন আলীর ছেলে জহুরুল ইসলাম (২৯), সাতগাড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে সোহাগ (৩৩), বলদিয়া গ্রামের বদর উদ্দীনের ছেলে হাসান (৩২), দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত গোলাম শেখ এর ছেলে শরিফুল ইসলাম (৪৫), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে শিমুল মোল্লা (৩০), দেবগ পাড়া গ্রামের আব্দুর রহিম এর ছেলে ফয়েজ আলী (২৭), আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের মসলেম মন্ডলের ছেলে কালু (৪০) ও জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মতিয়ার রহমান এর ছেলে ইছাহাকসহ (৩৫) ২৩ জন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের সবাইকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই