চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক ৩

চুয়াডাঙ্গা: ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে শহরের ইসলাম পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার আজিজের ছেলে আলী হায়দার (২৫), ইসলাম পাড়ার আলীম উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (২৬) ও জীবননগর বাসষ্ট্যান্ড পাড়ার মৃত আবু শেখের ছেলে ইমরান শেখ (২৬)।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ইসলাম পাড়ার আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/এসআই