
চুয়াডাঙ্গা: জেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুরে গরুচোর সন্দেহে ইমরান (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শনিবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়াদী কলোনী পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে ইমরান সহ ৫-৬ জন গরুচোর উপজেলার টেইপুর গ্রামে চুরি করার চেষ্টা করে। এসময় এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে ইমরানকে ধরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। অন্যরা পালিয়ে যায়। আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: কামরুজ্জামান সেলিম (চুয়াডাঙ্গা), সম্পাদনা: ইয়াসিন