
চুয়াডাঙ্গা: জেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার ৩ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা শহরের মাষ্টারপাড়ার নওশের এর ছেলে রিপন (৩০), বাগানপাড়ার আবুল কালামের ছেলে তুহিন (২৫), কলাবাগান পাড়ার বাইসাল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩২), দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের শহর আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮), আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ঠান্ডু ফরহাদ এর ছেলে রাজু (৩৬), একই গ্রামের মৃত পিয়াজ উদ্দীনের ছেলে ইয়ানুর (৪০), মৃত আনসার আলীর ছেলে জয়নাল (৩৫) ও বাদেমাজু গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ও কোর্টে মামলা আছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ