
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরি ও জালিয়াতির অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা আইনজীবি সমিতি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় কাগজপত্র জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও হার্ডডিস্ক জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন শহরের আরামপাড়া এলাকার সামসুল আলমের ছেলে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক জানান, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র জালিয়াতি হচ্ছিলো বলে আমাদের কাছে খবর ছিলো। সোমবার বিকেলে এ চক্রের একজন সদস্য কুষ্টিয়াতে গ্রেফতার হলে তার স্বীকারোক্তিতে চুয়াডাঙ্গার ফারুকের নাম বেরিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, রাতে অভিযান চালিয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দোকানের কম্পিউটারের হার্ডডিস্ক থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ডিসিআর বই, ভূমি অফিসের খতিয়াননামা, বিআরটিএ অফিসের ভূয়া রসিদের নমুনা ও সফটওয়্যারসহ ড্রাইভিং লাইসেন্সের কপি ও ভুয়া জন্মসনদের নমুনা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
প্রতিনিধি: কামরুজ্জামান সেলিম, সম্পাদনা: প্রণব