চুয়াডাঙ্গায় বিপুল পরিমান রুপা আটক

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার দুপরে ৬৩০ ভরি (৭ কেজি ৩২৫ গ্রাম) রুপা আটক করেছে দামুড়হুদা সুলতানপুর বিওপি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ এ তথ্য জানান।
তিনি জানান, পূর্ব সংবাদের ভিত্তিতে বিজিবি ও বিওপির একটি দল দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মাঠের জঙ্গলে অবস্থান নেয়। এসময় ভারত থেকে বাংলাদেশের দিকে এক ব্যক্তি ব্যাগ হাতে আসতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। টহল দলটিকে দেখে ব্যক্তিটি ব্যাগ রেখে পালিয়ে যায়।
টহল দল তাৎক্ষনিক ব্যাগটি জব্দ করে। আটককৃত মালামাল কাস্টমস এ জমা দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: প্রণব আচার্য্য