চুয়াডাঙ্গায় সাপের বিষসহ আটক ১

চুয়াডাঙ্গা: সদর উপজেলার নীলমনিগঞ্জ পিটিআই মোড় সংলগ্ন চাউলের মিলের অফিস থেকে ১২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ সোহেল হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার আটককের পর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটক সোহেল হোসেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত হারুনের ছেলে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, সে নিজে এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্বাবধানে জাফরপুর-৬ বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেন ফোর্স নিয়ে নীলমনিগঞ্জ পিটিআই মোড় সংলগ্ন সোহেল হোসেনের চাউল মিলের অফিসে অভিযান চালায়। মিলের অফিস তল্লাশি করে বিজিবি সদস্যরা কৌটায় রাখা ২ পাউন্ড কোবরা সাপের বিষসহ তাকে আটক করে। বিষের আনুমানিক মূল্যে ১২ কোটি টাকা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ডিএম/এসজি