
চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-তেঘরিয়া সড়কে মোটরসাইকেল থেকে পড়ে মোহসিনা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহসিনা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মাদ্রাসা শিক্ষক আলী আহম্মদের স্ত্রী।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে আলী আহম্মদ ও স্ত্রী মোহসিনা খাতুন মোটরসাইকেল যোগে তেঘরী গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আন্দুলবাড়িয়া-তেঘরী সড়কে পৌছায়, এসময় রাস্তায় স্পিড বেকারের উপর দিয়ে দ্রুত পার হতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে গেলে মোহসিনা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মোহসিনা খাতুন মারা যান। মঙ্গলবার সকাল ১০টায় তার লাশ কুড়ালগাছি সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস