
চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী থেকে ১১৪বোতল ফেন্সিডিল, ১৮০টি ফেন্সিডিলের বোতলের মুটকি ও ২৮টি খালি বোতল, ১ বাতল ফেন্সিডিল তৈরীর ভেজাল লিকুইড মেডিসিন এবং ৪টি মোবাইলসহ ৩ জন নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, বৃহস্পতিবার সকালে উথলি বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালমারী এলাকা থেকে যশোর সদর উপজেলার শিতারামপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন(৪০), জাহিদ হোসেনের স্ত্রী পরভিন (৩৫) ও বাপ্পির স্ত্রী নাসরিনকে (২৮) আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ফেন্সিডিলি, বোতলের মুটকি ও খালি বোতল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৪৪ টাকা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই