চুয়াডাঙ্গা র ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা: শহরতলীর সাতগাড়ী এলাকা থেকে দেড়শ পিস ইয়াবাসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে দেড়শ পিস ইয়াবা পাওয়া গেছে।
মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই