
চট্টগ্রাম: এবার চেক প্রতারণার মামলায় চট্টগ্রামে গ্রেফতার দেখানো হলো বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। সোমবার সকালে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে ৩৬ কোটি ৮ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী জানিয়েছেন, সীতাকুণ্ডের ফৌজদারহাটের ৭-বি এসোসিয়েট এর নামে পূবালী ব্যাংক থেকে আসলাম চৌধুরী মোট ৩৬ কোটি ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণ পরিশোধের জন্য চেক দিলেও অপর্যাপ্ত তহবিলের কারণে তা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়।
এ ঘটনায় পূবালী ব্যাংকের সিডিএ কর্পোরেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক এস এম ইয়াহিয়া ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ৮টি মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। এইসব মামলায় তাকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে বাদি পক্ষ। বাদির আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত, উল্লেখ করেন নির্মলেন্দু বিকাশ।
১৫ মে মোসাদ কানেকশনের অভিযোগে ঢাকায় গ্রেফতারের পর চেক প্রতারণার মামলায় তাকে হাজির করা হয় চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে। আসলাম চৌধুরীর আদালতে হাজির করা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এসময় আসলাম চৌধুরীর নিকটাত্মীয় ছাড়াও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমএস/ওয়াইএ