
ডেস্ক: আগে দর্শনধারী, তারপর গুণবিচারী- সাজসজ্জা ও রুপচর্চার প্রধান কারণ যেন একটি প্রবাদেই প্রকাশিত হয়ে যায়। কেউ চায় না, চেহারা ও পোশাকের দুরবস্থার কারণে নিজের ব্যাপারে কারো মনে ভুল ধারণা জন্ম নিক।
কিন্তু, কিছু কিছু সমস্যা যেন বেগতিক! হুট করে, সময় স্বল্পতার মাঝে কোন ব্যবস্থাও নেয়া যায় না! চোখের নিচে কালো দাগ তেমনি একটি সমস্যা। অনিয়মিত নিদ্রা এর মূল কারণ।
চাইলেই তো আর ঘুমিয়ে পড়া যায় না, কোন গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউ সামনে রেখে এ কালো দাগ মুছে ফেলাও দুষ্কর। বহু ভুক্তভোগীর অভিযোগ, বাজারের চড়া দামের প্রসাধনী ব্যবহার করেও কোন উপকার পাওয়া যায় না।
আসুন তবে জেনে নেই, ঘরোয়া উপকরণে চোখ ঘেরা কালো দাগ দূর করার উপায়।
প্রথমে কাঁচা হলুদ পিষে পেস্ট করে নিন। তারপর হলুদের পেস্ট চোখের ওপরে ও নিচে মেখে নিন। ১০ মিনিট চোখ বুঁজে বিশ্রাম নিয়ে চোখ ধুয়ে ফেলুন।
ভালো ফলের জন্য প্রতিদিন একবার করে পাঁচ দিন একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। আশা করা যায় দূর হবে চোখের নিচের কালো দাগ।
নিউজিনেক্সটবিডি ডটকম/এসকে/এসআই