
ঢাকা: স্থগিত হয়েছিলো ম্যাচটি। আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচ নিয়ে বুধবার ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছিল নাটক। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন ম্যাচটি আবারো অনুষ্ঠিত হবে।
কিন্তু টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রাইম দোলেশ্বর এবং আবাহনী দু’দলকেই এক পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয়। এতে করে ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বনে যায় ঢাকা আবাহনী।
১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৩ । অন্যদিকে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২১। রানার্স-আপ দোলেশ্বরের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী।
ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে এই নিয়ে ১৮ বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।
ঢাকার ক্লাব ক্রিকেটের তুলনামূলক নতুন দল প্রাইম দোলেশ্বর রানার্সআপ হলো এই নিয়ে টানা দুবার।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই