ছবিতে নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জ: বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নাসিক নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে ব্যপক প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্র জড়ো হতে শুরু করেন। কেন্দ্র কেন্দ্র রয়েছে কড়া নিরাপত্তা।
দ্বিতীয় বারের মতো হতে যাওয়া এই নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোট দেবেন চার লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ দুই লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী দুই লাখ ৩৫ হাজার ২৬৯ জন।
ছবি: জীবন আহমেদ, সম্পাদনা: প্রণব