
চট্টগ্রাম: ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সোমবার ও মঙ্গলবারের ক্লাস স্থগিত করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। তবে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার।
তিনি বলেন, ‘প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্লাস দু’দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছাড়া কাউকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তার জন্য দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে’। শনি ও রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/এসআই