
বরিশাল: ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা মামলার ২ নম্বর আসামি জাহিদকে ঢাকার বাড্ডা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে পুলিশ এ পর্যন্ত দুই জনকে আটক করতে সক্ষম হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে জাহিদকে ঢাকার বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে শনিবার সকালে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে শনিবার বেলা ১টার দিকে জাহিদকে নিয়ে অভিযানে বের হয়ে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে মামলার অপর আসামি মেহেদী হাসানের বাসভবনের পেছনের ডোবা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক জাহিদ পুলিশকে জানান, বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেনের অনুসারী হয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ মে রাত ৯টার দিকে রেজাউল করিম রেজাকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের প্রবেশ মুখে কুপিয়ে হত্যা করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/জাই