
মেহেরপুর: স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দুই জেএসসি পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থ হলো, গাংনী থানাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (১৪) ও একই পাড়ার মোবারক হোসেনের ছেলে মাহফুজ মাহমুদ (১৪)। দুজনই ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষার্থীদের যাতায়াত পথে এক ছাত্রীকে তারা উত্ত্যক্ত করে আসছিল। এ অপরাধে সোমবার দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডিত দুই জেএসসি পরীক্ষার্থীকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের