
ঢাকা: চলতি বছরের আলোচিত ছবির তালিকায় রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’। বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনামাটি। তাই ঈদে ‘সম্রাট’ মুক্তিতে আর কোনো বাধা রইলো না। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের রোমান্টিক জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। ছবির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।
শাকিব-অপু-মিশা অভিনীত কোনো ছবি চলতি বছর মুক্তি পায়নি। আর তাই দর্শকদের উত্তেজনাটাও বেশি।
২০০৬ সাল থেকে একসঙ্গে অভিনয় করছেন এই তিন তারকা। অর্ধশতাধিক ছবিতে অভিনয় করছেন তারা। অধিকাংশ ছবিই ব্যবসা সফল হয়েছে। ঈদের হিট-সুপারহিট ছবিগুলো সবসময়ই থাকে এই তিন তারকার দখলে।
‘সম্রাট’ ছবির গান, টিজার ইতিমধ্যে দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। শুটিং চলাকালে ‘সম্রাট’ আলোচিত নাম। দেশ-বিদেশের চোখ ধাঁধানো লোকেশনে হয়েছে ‘সম্রাটে’র শুটিং।
সম্রাট এ আরো অভিনয় করেছেন কাবিলা, শিমুল খান, সুব্রত ও ডি জে সোহেল।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই