
ঢাকা: বড় পর্দার জনপ্রিয় নায়ক সাইমন সাদিক আর ছোট পর্দার অভিনেত্রী অহনা। সাইমন-অহনা জুটির প্রথম ছবি ‘চোখের দেখা’ পেল সেন্সরের আনকাট ছাড়পত্র। ছবিটি পরিচালনা করেছেন পি এ কাজল।
সাইমন বলেন, ‘ছবিটির কাজ শেষ হয়েছে অনেক দিন আগেই। তবে কিছু জটিলতা ছিল। আর ঐসব জটিলতা কাটিয়ে ছবি সেন্সরে জমা পড়ে গত সপ্তাহে। অবশেষে আনকাট ছাড়পত্র পেল।’
সাইমন আরো বলেন, ‘চোখের দেখা’ ছবির গল্পটা এতো ভালো যে দর্শকরা না দেখলে সেটি অনুধাবন করতে পারবেন না। প্রেম-অ্যাকশনের সমন্বয়ে ছবিটি নির্মিত হয়েছে। মৌলিক গল্পের ‘চোখের দেখা’ নিয়ে আমি খুব আশাবাদী।’
কুশলী মাল্টিমিডিয়া প্রযোজিত ‘চোখের দেখা’ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করছেন পরিচালক পি এ কাজল নিজেই।
সাইমন-অহনা ছাড়া ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।
ছবিটিতে গান থাকছে ৫টি। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও সুমন কল্যাণ।
ঢাকা, সিলেট, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে ছবির দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। দুই ঈদের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই