
ডেস্ক: জেরার্ড পিকের ‘হিংসাত্মক আচরণে’ বিষিয়ে ওঠেছেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। বার্সেলোনার ‘ঈর্ষাকাতর’ এই ফুটবলারের সঙ্গে আর সংসার না করার সিদ্ধান্ত নিয়েছেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই কণ্ঠশিল্পী। ঘনিষ্ঠজনদের শাকিরা জানিয়েছেন, পিকের সঙ্গে এখানেই সম্পর্কের শেষ টানতে চান।
২০১০ সালের বিশ্বকাপে ওয়াকা-ওয়াকার তালে সারা বিশ্বকে নাচিয়েছিলেন শাকিরা। এই মিউজিক ভিডিওতে কাজ করার সুবাদে স্প্যানিশ ডিফেন্ডার তার প্রেমেই পড়ে যান। গত ছয় বছর একসঙ্গেই আছেন শাকিরা-পিকে। দুটি ফুটফুটে সন্তানও রয়েছে এই হট কাপলের৷ কিন্তু এই মুহূর্তে জোর গুঞ্জন, শাকিরা-পিকের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! ব্রেক-আপের পথেই হাঁটতে চলেছেন তারা।
ঠিক কী কারণে শাকিরা এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না? শাকিরার ঘনিষ্টদের মুখ থেকে সে সম্পর্কেও জানা গেছে। পিকের ঈর্ষাপরায়ণতা এর জন্য দায়ী। শাকিরা অনান্য পুরুষদের সঙ্গে ঘনিষ্ট হয়ে যেসব ভিডিও শ্যুট করেন তা আদৌ পছন্দ নয় বার্সার তারকার।
শাকিরা ব্যক্তিগত জীবনে এতটাই সমস্যায় আছেন যে, স্টেজ শো’র পাওয়ারহাউস ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানও বাতিল করেছেন। আয়োজকদের জানিয়ে দিয়েছেন যে, ব্যক্তিগত সমস্যার জন তিনি আসতে পারলেন না। দুই ছেলে সন্তান মিলান ও শাশার মা শাকিরা এ-ও বলেছেন যে পিকের সঙ্গে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই তার। এখন দেখার পিকে-শাকিরার সম্পর্ক কোন পথে যায়?
গ্রন্থনা: দেলোয়ার