
ঢাকা: অবশেষে ছাড়া পেলেন মাশরাফি ভক্তরা। শনিবার রাত থেকে প্রায় ২৪ ঘন্টা মিরপুর মডেল থানায় থাকার পর রোববার রাত পৌনে ৯টার দিকে মুচলেকা নিয়ে ছাড়া পান মেহেদীসহ তার তিন বন্ধু।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘তারা ভবিষ্যতে আর কখনো এ ধরণের কাজ করবেন না এমন প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।’
শনিবার রাতে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন হঠাৎ ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম। হঠাৎ মেহেদী হাসান নামে এক ভক্ত মাঠে ঢুকে বাংলাদেশের দলপতি মাশরাফিকে জড়িয়ে ধরেন। এসময় নিরাপত্তা রক্ষীরা তাকে সরানোর চেষ্টা করেন, এমনকি ওই ভক্তের উপর মারমুখি হতেও দেখা যায় তাদের। তবে তাকে আগলে রাখেন কাপ্তান নিজেই।
ঘটনার পর মেহেদী হাসান নামে ওই ভক্ত ও তার বন্ধু তানভীর আহমেদ মারুফ, আয়মান আসিফ রাফি ও আবীর হোসেনকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। মিরপুর জোনের উপ-কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, ঘটনাটি কিভাবে ঘটে তা জানতে চারজনকে নিয়ে পুরো ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বার বার নিজেদের মাশরাফির ভক্ত বলেই দাবি করেন। তবে সামনে যেহেতু ইংল্যান্ড ক্রিক্রেট দলের সঙ্গে খেলা তাই তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় পুলিশ সদস্যরা।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ