ছিনতাই করতে গিয়ে আটক এক পুলিশ

ঢাকা: রাজধানীর কারওরান বাজারের সোনারগাঁও মোড়ে ছিনতাই করতে গিয়ে জনতার কাছে আটক হয়েছেন লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্য। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে যায়।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কারওরান বাজারস্থ সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের পাশে এ ঘটনা ঘটে। আব্দুল বাছির নামে এক ডিম বিক্রেতার ৪৪ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন ট্রাফিক উত্তরের এই পুলিশ কনস্টেবল।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক জানান, ছিনতাই কিংবা চাদাঁবাজির ঘটনায় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব