
ঢাকা: পরিবার নিয়ে মিরপুর থেকে মালিবাগের উদ্দেশ্যে দুপুর ২টায় রওনা হয়েছিলেন সারোয়ার কামাল। ভেবেছিলেন খুব বেশি হলে এক ঘন্টা লাগবে। কারণ শুক্রবার তো রাস্তা ফাঁকা থাকে। কিন্তু একি! এক ঘন্টায় তিনি মাত্র ফার্মগেট।
ছুটির দিনেও এমন যানজটে সাত বছরের মেয়ে জিনিয়াকে নিয়ে মহাবিপদে পড়েছেন সারোয়ার। একে তো তীব্র যানজট, তার ওপর ভ্যাপসা গরমে বিরক্ত জিনিয়া, কিন্তু কিছুই করার নেই। বাসে করেই যেতে হবে গন্তব্যে।
রোজার কিছু দিন আগে থেকেই নগড় জুড়ে শুরু হয়েছে তীব্র যানজট। সেই ধারাবাহিকতা আজও দেখা গেছে। রাজধানীর মোহাম্মদপুর-আসাদগেট, খামারবাড়ি-ফার্মগেট-বাংলা মোটর, শাহাবাগ, প্রেসক্লাব, সায়েন্সল্যাবরেটরি এসব এলাকা জুড়ে তীব্র যানজট দেখা যায়।
এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী বোঝাই গণপরিবহণের দীর্ঘ লাইন। অনেক পয়েন্টে বাসে ওঠার জন্য সাধারণ মানুষকে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে। অন্যদিকে গণপরিবহণের চাকা থমকে যাওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেককেই পায়ে হেঁটে পথ চলতে শুরু করে।
ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানে বিভিন্ন যায়গা থেকে ঢাকায় মানুষ আসে। ফলে রাস্তায় পথচারীর সংখ্যা বেড়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে শুক্রবার ঈদের কেনাকাটা জমে ওঠায় বিভিন্ন মার্কেট-ফুটপাতে ক্রেতাদের ভীর থাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি