
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৩০ জন লোকের সামনে এক নারীকে (২১) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ব্রিটিশ পুরুষসহ দুজন। হামলায় একটি কুকুরও আহত হয়েছে।
পুলিশের দাবি, হামলার সময় ২৯ বছরের এক ব্যক্তি আরবদের মতো ‘আল্লাহু আকবার’ বলেছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চরমপন্থী দ্বারা অনুপ্রেণিত একজনকে আটক করা হয়েছে।
কুইন্সল্যান্ডের এক ছোট শহরে এই হামলা চালানো হয়। শহরটি কৃষি কাজ ও মানুষের ভ্রমণের জন্য প্রসিদ্ধ। আহত ব্যক্তিদের ওই শহরের এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে ব্রিটিশ পুরুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুইন্সল্যান্ড পুলিশ জানায়, অস্থায়ী ভিসায় মার্চে অস্ট্রেলিয়ায় বেড়াতে আসেন আটক অভিযুক্ত ব্যক্তি। তবে স্থানীয় কারো সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
এদিকে, দেশটিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় নিহত ও আহত পরিবারদের সমবেদনা জানাতে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। কারণ ওই দুটি পরিবারের জন্য এটি খুব কঠিন সময়। সূত্র: বিবিসি।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম