
ঢাকা: ক্রিকেট খেলায় পেসার আর ইনজুরি যেন সমার্থক শব্দ। আর পেসারদের ইনজুরিতে পড়ার প্রবণতা বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশিই। গত এক মৌসুমে দলপতি মাশরাফি থেকে শুরু করে মুস্তাফিজ; প্রায় প্রতিটা টাইগার পেসারই একটা লম্বা সময় পর্যন্ত ক্রিকেটের বাইরে ছিলেন এই ইনজুরির কারণে। সর্বশেষ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মুস্তাফিজও চোটের কারণে ক্রিকেট থেকে বাইরে থাকবেন প্রায় অর্ধবছর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে সাড়ে ৫টায় (ইংল্যান্ডের স্থানী সময় সকাল ১১টা থেকে সাড়ে ১১টা) ডাক্তারের ছুরির নিচে যাচ্ছেন মুস্তাফিজ। লন্ডনের দক্ষিণ কিংস্টনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হচ্ছে ফিজের কাঁধের এ অস্ত্রোপচার।
মুস্তাফিজের অস্ত্রোপচারের সময় সঙ্গে থাকতে মঙ্গলবার রাতে ইংল্যান্ড উড়ে গেছেন বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগেই তিনি জানিয়েছিলেন, ‘৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মুস্তাফিজের অস্ত্রোপচার। তবে রিহ্যাব প্রক্রিয়াটা অনেক কঠিন হবে। তাই অস্ত্রোপচারের শুরু থেকেই এ প্রক্রিয়ায় কোনো ঝুঁকি না নিতে দেবাশীষ সর্বক্ষণ মুস্তাফিজের সঙ্গেই থাকবেন।
মুস্তাফিজের অস্ত্রোপচার সম্পর্কে দেবাশীষ চৌধুরী বলেন, ‘অস্ত্রোপচার হতে খুব বেশি সময় লাগবে না। ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে তাকে রিহ্যাবের জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।’
এর আগে বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেনের একই ধরনের অস্ত্রোপচার হয়েছিল। সম্পূর্ণ সেরে উঠতে প্রায় নয় মাস সময় লেগেছিল তার। তবে মুস্তাফিজের ক্ষেত্রে এতো বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন দেবাশীষ। রিহ্যাব প্রক্রিয়া ঠিকমত চললে, ছয় মাসের মধ্যেই ফিরে আসতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই চিকিৎসক।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস