
ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময় এই সঙ্গীত শিল্পী তার দুই ছেলের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। তবে এইবার তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর সাথে ছবি পোস্ট করার কারণ ভিন্ন। তার ছোট ছেলে নিয়ে এবারই প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন তিনি। রোববার বাবা দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দেখা যাবে পিতা-পুত্রের জমপেশ আড্ডা।
এ প্রসঙ্গে আসিফ তার ফেসবুকে লিখেন, ‘মাঝেমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল থেকে ফোন আসে বউ বাচ্চা নিয়ে অনুষ্ঠান করার জন্য। কিন্তু ওদের কোন আগ্রহ নেই, আমিও বলে বলে বিরক্ত ক্লান্ত। টিভি প্রডিউসাররাও নাছোড়বান্দা। এতো দিন অজুহাত ছিলো দুই ছেলে খুলনায় পড়ে, যে কারণে টাইমিং মিলে না। আমার ছেলেদের এটা এক ধরনের ভাব।
বড় ছেলে রণ গত দুই মাস চৌদ্দদিন ধরে ঐতিহাসিক HSC পরীক্ষা দিচ্ছে, মরার পরীক্ষা শেষও হয় না। ঢাকা আসতে আসতে বাইশ তারিখ হয়ে যাবে। এই ম্যারাথন পরীক্ষা থেকে মুক্তির অপেক্ষায় গোটা পরিবার। ছোট ছেলে রুদ্র বর্তমানে বাসায়ই আছে, কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হলেই ক্লাস শুরু হয়ে যাবে।
আগামী ১৯ তারিখ তথাকথিত বাবা দিবস। বাংলাভিশনে যাচ্ছি আমি আর আমার ছোট ছেলে রুদ্র, বেচারী প্রডিউসার ব্যাপক অপেক্ষায় ছিলো সম্মতির জন্য। ভাবের ঠেলায় রুদ্র রাজীই হয় না। অবশেষে তিনি সদয় সম্মতি দিয়েছেন অনুষ্ঠানে যাবার জন্য।
এবার একটু ঝেড়ে কাশি। আগামী ১৯ জুন রোববার সকাল সাড়ে দশটায় আমি আর আমার ছোট ছেলে রুদ্র বাংলাভিশনে আসছি লাইভে প্রথমবারের মতো। সময় পেলে অবশ্যই দেখবেন । সবাই ভালো থাকুন, ভালবাসা অবিরাম।’
উল্লেখ্য, কণ্ঠশিল্পী আসিফের দুই ছেলে। ছোট ছেলে সাফায়াত আসিফ (রুদ্র) খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবং বড় ছেলে সাফকাত আসিফ রণ এবারের এইচএসসি পরীক্ষার্থী।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই