
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় মাদকাসক্ত ছেলে শুভকে (২০) পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। সে উল্লাপাড়া উপজেলার নতুন চাঁদপুর গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে।
শনিবার দুপুরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আকরাম আলী তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আবুল বাশার উল্লাপাড়া থানা পুলিশের কাছে অভিযোগ করেন, তার ছেলে শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে টাকার জন্য বাবা-মা সহ পরিবারের লোকজনের উপর শারীরিক ও মানুষিক নির্যাতন করতো।
মাদকের টাকা না পেয়ে শুভ ধারালো অস্ত্র নিয়ে তার পিতাকে জবাই করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় পরিবারের লোকজনের জীবন বাঁচাতে পুলিশ ডেকে তার ছেলেকে তুলে দেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেয়ার পর সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শরীফ আহমদ ইন্না(সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ