
ঢাকা: ছেলেদের পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর দেয়া এক বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।
প্রকাশিত ফলে দেখা গেছে, এবার সারাদেশে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষার্থীরা নিজেদের উন্নতির লক্ষ্যে মন দিয়ে লেখাপড়া করেছে বলেই তাদের ফল দিন দিন ভালো হচ্ছে।’
প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় ছেলেদের পড়াশোনায় আরো মনযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা জাতীয়তরণ, মেয়েদের শিক্ষা অবৈতনিককরণ ও ড. কুদরত-ই-খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেছিলেন বঙ্গবন্ধু।
তিনি বলেন, ‘আজ শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। সঠিক সময়ে পরীক্ষা শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন সবাই। তাই ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে।’
এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশের ঘোষণা দেবেন।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম