
ওয়াশিংটন: ছেলে সন্তানের মা হলেন হিলারিকন্যা চেলসি ক্লিনটন। নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দিয়েছেন চেলসি ও তার স্বামী মার্ক মেজভিনস্কি।
এক টুইট বার্তায় চেলসি বলেন, ‘আমি ও মার্ক ভালোবাসা এবং কৃতজ্ঞতার বন্যায় ভাসছি। কারণ আমরা আমাদের ছেলে আইদান ক্লিনটন মেজভিনস্কি’র জন্ম উদযাপন করছি।’
চেলসি-মেজভিনস্কি দম্পতির চার্লট নামের এক কন্যা সন্তান রয়েছে। ২০১৪ সালে জন্ম নেয় সে। শিশু সন্তানটি ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দ্বিতীয় নাতি।
আইদানের জন্মের খবরে উচ্ছ্বসিত হিলারি টুইট করে নিজেকে ‘স্ত্রী, মা ও নানী’ হিসেবে বর্ণনা করেছেন। মেয়ে চেলসি হিলারিকে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে আসছেন। সম্প্রতি নিউ ইয়র্কের ব্রুকলিনে হিলারির মনোনয়ন নিশ্চিত হওয়ার সময় মঞ্চে ছিলেন চেলসি।
হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি নানা হয়েছেন। তার মেয়ে ইভানকা মার্চ মাসে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই