ছেলে সন্তান জন্ম দিলেন জেনিলিয়া

ডেস্ক: আবারো ছেলে সন্তানের মা হয়েছেন জেনিলিয়া ডিসুজা। স্থানীয় সময় বুধবার সকালে একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রিতেশ পত্নী জেনিলিয়া।
সুখবরটি বাবা রিতেশ দেশমুখ নিজেই টুইট করে জানিয়েছেন। ‘তুঝে মেরি কাসাম’ জুটির রিয়ান নামে দুই বছরের ছেলে রয়েছে। শিশু রিয়ানের উপহার হিসেবে এসেছে তার ছোট ভাই এমনটিই মনে করেন রিতেশ।
রিতেশ এবং জেনিলিয়া চলচ্চিত্র প্রতিষ্ঠানের সবচেয়ে সুন্দর জুটি বলে মনে করেন বলিপাড়ার একাংশ। ২০০৩ সালে ‘তুঝে মেরি কাসাম’ ছবিতে শ্যুটিংয়ের মাধ্যমে দুজনের প্রণয়ের শুরু। অবশেষে ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। তবে আরো আগে বিয়ের আগ্রহ থাকলেও প্রেমিকা জেনিলিয়ার জন্য বহু বছর অপেক্ষাই করতে হয়েছে রিতেশকে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ