
ঢাকা: ‘প্রিটি ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্ট বড় পর্দা ছাড়ছেন! বড় পর্দার ইতিহাসে অমরত্ব পাওয়া ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী মনোযোগ দিতে চলেছেন ছোট পর্দায়। টিভির ক্রাইম থ্রিলারের জন্য সুখ্যাত রায়ান মারফির সঙ্গে কথা শেষে চুক্তিতে সই করলে রবার্টসকে হয়তো আর সেভাবে দেখা যাবে না চলচ্চিত্রে।
‘ব্লাঙ্কোর চরিত্রের জন্য রবার্টসের কথাই নাকি ভাবছেন মারফি’
লুইজিয়ানার সাবেক গভর্নর ক্যাথলিন ব্লাঙ্কোকে নিয়ে একটি সিরিজ বানানো হচ্ছে। ব্লাঙ্কোর চরিত্রের জন্য রবার্টসের কথাই নাকি ভাবছেন মারফি। অনেক দিন ধরেই মারফি রবার্টসকে বুঝাচ্ছেন টিভিতে ক্যারিয়ার শুরু করার এটাই সঠিক সময়। অবশেষে রবার্টসের মন গলেছে। দুই পক্ষ এখন পয়সাকড়ি নিয়ে কথা বলছে। চুক্তির বাকি সবকিছুই প্রায় ঠিকঠাক। এখন শুধু সই করা বাকি।
মারফির সঙ্গে টিভিতে আগেও কাজ করেছেন রবার্টস। ২০১৪ সালে মুক্তি পাওয়া নরমাল হার্ট ছিল টিভির জন্যই বানানো চলচ্চিত্র। এর দুটি পর্বে কাজ করলেও কখনোই দীর্ঘ সিরিজে টানা কাজ করেননি রবার্টস।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস