ছয়তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রফিক (৩০)। তিনি মুজিবর রহমানের ছেলে, বাড়ি কুমিল্লার লাকসামে।
বুধবার সকাল ৬টায় বাড্ডা ১১ নম্বর রোডে এ দুঘর্টনা ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত আলি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাড্ডার ডিআইজি প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রফিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ৬টা ৫০ মিনিটের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম