জগন্নাথ হল থেকে ঢাবি ছাত্রের লাশ উদ্ধার

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম অপু সরকার (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
হলের এক ছাত্র জানান, অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন অপু। তিনি অ্যাকাউন্টিং ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, সকালে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি