
ঢাকা: ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া গেলেও গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্টে নিহত জঙ্গিদের মরদেহ হস্তান্তর কিংবা লাশ দাফনের সিদ্ধান্ত নিতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরবর্তী কিছু আইন প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন করার পর স্বজনদের কাছে জঙ্গিদের মরদেহ হস্তান্তর করা যাবে।’
ডিসি মাসুদ বলেন, ‘মরদেহ হস্তান্তরের বিষয়টি মূলত তদন্ত কর্মকর্তার বিষয়। যদি তদন্তের জন্য আরো কোন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হামলার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো কিছু খেয়েছিলো কি-না তা এখনো জানা যায়নি।’
গুলশান হামলার মামলায় গ্রেফতার হাসনাত করিম ও ৫৪ ধারায় গ্রেফতার তাহমিদের বিষয়ে জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, ‘তাদের দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে। যদি মনে হয় এসব তথ্য যথেষ্ট নয়, তাহলে প্রয়োজনবোধে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডিসি মাসুদ বলেন, ‘গুলশান হামলার ঘটনায় করা মামলাটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে যেকোনো ধরণের তথ্য দিয়ে সহায়তা করার জন্যও নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি