
ঢাকা: অপারেশন থান্ডারবোল্টে নিহত জঙ্গিদের সাথে আন্তর্জাতিক যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকালে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের খোঁজ খবর নেয়া শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হামলাকারীরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের সাথে আন্তর্জাতিক যোগসূত্র পাওয়া যায়নি। তারা সবাই দেশের কারো পরামর্শেই এ হামলা চালিয়েছে।
শুক্রবার রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিদের জিম্মি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাতভর জিম্মি করে ১৭ জন বিদেশি ও ৩ বাংলাদেশিকে হত্যা করা হয়। পরে সকালে সেনাবাহিনীর পরিচালিত অপারেশন থান্ডারবোল্ট চালিয়ে ছয় জঙ্গিকে হত্যা ও একজনকে আটক করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস