
ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যতোগুলো ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী তা দক্ষতার সাথে উদঘাটন করছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগকে দোষারোপ করে তিনি মূলত জঙ্গিদের সমর্থন দিয়েছে।’
তিনি বলেন, ‘যারাই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরই পক্ষ নিয়েছে খালেদা জিয়া। কারণ জঙ্গি নামে যারা ধরা পড়ছে তারা জামায়াত-শিবির। আর এদের নেতা-কর্মীরাই এসপির স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে।’
শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যারা রাজনৈতিক ভাবে ২০১৩ ও ১৪ সালে ক্ষমতাসীন দলকে ক্ষতি করার চেষ্টা করেছিলো তারা পরাজিত হয়েছে।’
‘রাজনৈতিক ভাবে পরাজিত হয়ে তারা (বিএনপি) এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে এবং এমন ভাবে টার্গেটেড ক্লিন করে ধর্মযাযক, পুরোহিত, বিদেশিকে হত্যা করা হয়। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের পক্ষ নিয়েছে খালেদা জিয়া। আমরা এ ব্যাপারে সচেতন’ বলেন তিনি।
‘ভোলার সবচেয়ে বড় সমস্যা হল মাদক এ জন্য তিনি ভোলার প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ভোলার ডিবি পুলিশের ওসি মোবাশ্বের আলীকে বদলির নির্দেশ দেন’ জানান তিনি।
ভোলা জেলা প্রশাসক মোহাৎ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলাদর, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/জাই