Wednesday, July 6th, 2022
‘জঙ্গিবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নই’
August 6th, 2016 at 9:00 pm
‘জঙ্গিবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নই’

ঢাকা: জঙ্গিবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নই- এমন মন্তব্য করেছেন  বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তিনি  বলেছেন, জঙ্গি বিরোধী জনমত গঠনে আইনজীবী ও আইনজীবী সমিতিগুলোকে আরো এগিয়ে আসতে হবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে শনিবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত বর্ধিত সভা-২০১৬-এর সভাপতির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গিবাদ কার্যক্রম দেশের উন্নয়নে বাধা হয়ে দাড়াচ্ছে। জঙ্গিবিরোধী জনমত গঠনে সোচ্চার ভুমিকা এবং জঙ্গি প্রতিরোধে সরকারের গৃহিত কার্যক্রমে বার কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করবে।

আবদুল বাসেত মজুমদার তার বক্তৃতায় আরো বলেন, বাংলাদেশের সকল আইনজীবীদের কোর্ট অফিসার হিসেবে “ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে” অন্তভুর্ক্তির লক্ষে বর্তমান বার কাউন্সিল নেতৃত্ব কাজ করছে। বার কাউন্সিলের জন্য নতুন ভবন নির্মান, ১০০ শতাংশ জমি বরাদ্দ ও বেনাভোলেন্ড ফান্ডের জন্য সরকারের কাছে অনুদান চাওয়া হয়েছে।

তিনি বলেন, বার কাউন্সিলে অনিস্পন্ন মামলা দ্রত নিস্পত্তিতে ৫ টি ট্রাইব্যুনাল গঠন করে দেয়া হয়েছে। নবীন আইনজীবীদের পেশাগত উৎকর্ষতা সাধনে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। আইনজীবীদের কল্যানে নেয়া বিভিন্ন কার্যক্রম বিষয়ে তার বক্তৃতায় তিনি উপস্থাপন করেন।

বর্ধিত সভায় সারাদেশের আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিরা আইনজীবীদের কল্যান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু বর্ধিত সভা সঞ্চলানা করেন।

অনুষ্ঠানে বার কাউন্সিলের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ.ম রেজাউল করিম।

এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য জেড আই খান পান্না, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া, এইচ আর জাহিদ আনোয়ার প্রমুখ।

সভায় দেশের সকল আইনজীবী সমিতিতে আগামী ২৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ‘সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন’ পালনের সিদ্ধান্ত নেয়া হয। আইনজীবী ও শিক্ষানবীশ আইনজীবীদের ড্রেস, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য আইনজীবী ভোটারদের ছবি, এআইডি, মোবাইল নম্বর দিয়ে ভোটার তালিকা প্রনয়ণ নিশ্চিতসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজনেক্সটবিডি ডটকম/ এফএইচ/ এমআই/পিএসএস

 


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার