
ময়মনসিংহ: জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স প্রদর্শন করছে। জঙ্গিদের কোন ধর্ম, গোত্র, সমাজ নাই। এরা ঘৃন্য ও জঘন্য বলে মন্তব্য করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক।
বুধবার ময়মনসিংহের গফরগাঁওয়ের নবনির্মীত পাগলা থানা ভবন প্রাঙ্গনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিবাদ নির্মুল করতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংসহ সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে এসব সমস্যার সমাধান করতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হবে।’
জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে ময়মনসিংহের এসপি সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেন্সের ডিআইজি চৌধরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন সরকার, পাগলা থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রধান, থানা ভবনের জমিদাতা পরিবারের সদস্য মাহমুদা হক মীরা ও মুরাদ আকন্দ মনি।
প্রতিবেদন: রোবেল মাহমুদ, সম্পাদনা: সজিব ঘোষ