
ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও র্যালী আয়োজন করেছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো।
জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাস জুড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। মানববন্ধনটি টিএসসি থেকে অপরাজেয় বাংলার সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত দীর্ঘ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘১৬ কোটি মানুষের এই দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের উভয়পাশে অবস্থান করেন। ‘দৃঢ়তায়, একতায় জঙ্গিবাদ রুখবোই’ এই শ্লোগানে মানববন্ধনের পর একটি র্যালীও আয়োজন করা হয়।
মানববন্ধনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালীব বলেন, ‘ঢাকার গুলশানের হলি আর্টিজান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার ঘটনায় আমরা স্তম্ভিত। এ ঘটনাগুলো আমাদের জাতির জন্য আকস্মিক, অপ্রত্যাশিত এবং অত্যন্ত অপরিচিত অভিজ্ঞতা।’
মিরপুর ১ নম্বরের সামনের সড়কে কর্মসূচিতে অংশ নিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে আরো অংশ নিয়েছেন শেরেবাংলা সরকারি স্কুলের শিক্ষার্থীরা।
কল্যাণপুরে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু করেন আশা ইউনিভার্সিটি ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। এতেও অংশ নিয়েছেন বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
এছাড়া ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থী-শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় তাদের হাতে জঙ্গিবাদ বিরোধী ব্যানার-ফেস্টুন ছিলো।
মানববন্ধন করেছে বাংলাদেশ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের আফতাবনগরের স্থায়ী ক্যাম্পাসে সোমবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সহস্রাধিক মানুষ এই জঙ্গিবিরোধী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।
মানববন্ধনে বিশিষ্টজনদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর এম এম শহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক রাশেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মানবন্ধনে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগ ও রামপুরা এবং বাড্ডা থানা ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাজধানীতে এ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ। অংশ নিয়েছেন বিপুলসংখ্যক সাধারণ জনতাও।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি