
ঢাকা: জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের পেশাজীবী মানুষের সঙ্গে এবার এক কাতারে যোগ দিতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও। আসছে ৭ সেপ্টেম্বর জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার পরিকল্পনা করছে ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা।
ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিষয়টি জানিয়েছেন। বীরেন শিকদার জানান, ‘ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ।’
আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হবে। দেশের সকল সংগঠন, ক্লাবকে নিয়ে হবে শোভাযাত্রা ও সমাবেশ। ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে দেশের সকল ক্রীড়াঙ্গনের তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিবেদন: ময়ূখ, প্রকাশ: তুসা