
ঢাকা: ধর্মের নামে জঙ্গিবাদকে হারাম ঘোষণা করে দেশের এক লাখ এক হাজার ৫২৪ জন মুফতি ও আলেম স্বাক্ষরিত ফতোয়া জারি করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ ফতোয়া জনসম্মুখে প্রকাশ করেন এক লাখ আলেম, মুফতি ও ইমামদের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির আহবায়ক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, কতিপয় দুষ্কৃতকারী নিজেদের হীনস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মহাগ্রন্থ কুরআন ও হাদীসের অপব্যাখ্যা দিয়ে ইসলামের নামে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে। মানুষের চোখে ইসলামকে একটা বর্বর, নিষ্ঠুর ও সন্ত্রাসী ধর্মরূপে চিত্রিত করছে। এতে সরলমনা কেউ কেউ বিভ্রান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবাদ বিরোধী ফতোয়ায় এক লাখ এক হাজার ৮৫০ জন মুফতি ও আলেম স্বাক্ষর করেছেন। এর মধ্যে ৯ হাজার ৩২০ জন নারী এবং ৯২ হাজার ৫৩০ পুরুষ।
তিনি বলেন, ইসলাম শান্তিবাদী,উদার, সহিষ্ণু এবং অসাম্প্রদায়িক ভারসাম্যপূর্ণ এক সামগ্রিক সমাজ ব্যবস্থা। তাই ইসলামে মানব হত্যাকে মোটেও পছন্দ করে না। আজ কুরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে ইসলামের নামে সন্ত্রাস ও আতংক ছড়িয়ে ইসলাম ধর্মকে একটি বর্বর নিষ্ঠুর ধর্ম হিসেবে চিত্রিত করে মানুষকে বিভ্রান্ত করছে। তারা শুধু ইসলাম নয় গোটা মানবতার শত্রু। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশ আজ ইসলামের নামে জেঙ্গিদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে।
মাসুদ বলেন, জামায়াত-শিবিরসহ কিছু ধর্মীয় জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে শান্তির ধর্ম ইসলামকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদীদের প্রতিরোধ করতে হবে।
তিনি জানান, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব কল্যাণে শান্তির ফতোয়া দিয়েছে এক লখ মুফতি ওলামা।
বাংলাদেশ জমিয়তুল ওলামার আয়োজনে বাংলাদেশের এক লাখ মসজিদের মুফতি ইমাম ওলামা এই ফতোয়া সমর্থন করে স্বাক্ষর দিয়েছেন।
সুরা মায়েদা, আয়াত ৩২- সুরা আরাফ, আয়াত ৭৭ এবং সুরা কাসাস,আয়াত ৮৫-এর উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল। আর কেউ প্রাণ রক্ষা করলে সে যেন সব মানবের প্রাণ রক্ষিা করল। তোমরা সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টি করো না। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না।
তিনি গণমাধ্যমকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বেশি করে অনুষ্ঠান প্রচার করার আহবান জানিয়ে বলেন, দেশের ৫ লাখ ধর্মীয় চিন্তাবিদ, আলেম, ইমাম, ওলামা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হন সেই লক্ষে যে জমিয়তুল ওলামা কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহিম কাশেমী, আলিম উদ্দিন দুলভপুরী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মাওলনা জাকারিয়া ফয়জী, মুফতি আবদুল কাইউম খান, মুফতি ইব্রাহিম শিলাস্থানী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আমাদদুল্লা কাসেমী, মাওলানা দেলওয়ার হোসেন সাঈফী, মাওলানা হোসাইন আহমদসহ বিপুল সংখ্যক আলেম ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই/জাই