
ঢাকা: কোন জঙ্গি জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে ৭০ লাখ টাকা অনুদান তুলে দেন পুলিশ প্রধান।
আইজিপি বলেন, যারা ভুল পথে গেছে, জঙ্গিবাদের পথকে বেছে নিয়েছে, তারা যদি সেই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। তাদের কোন ডিস্টার্ব করা হবেনা।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ বিস্তারে যারা কাজ করছেন, সেসব অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে। কোন ভাবেই এ বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই দেয়া হবেনা। তারা যতই ষড়যন্ত্র করুক, পুলিশ তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে।
অনুষ্ঠানে গুলশান হামলায় নিহত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামের মা করিমন নেছাকে ৫ লাখ ও তার স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকা, ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়।
এছাড়া শোলাকিয়া হামলায় নিহত কনস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা ও মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা, কনস্টেবল জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার দিন আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারা নিজেরাই শহীদ হলেন। ঘটনার দিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেন। তখন পুলিশের এসি রবিউল করিম ও ওসি সালাহউদ্দিন খানও তাদের সঙ্গে ছিলেন। পরে ভবনের দিকে গেলে আমরা আক্রান্ত হলাম এবং তারা শহীদ হলেন। এছাড়াও ওই ঘটনায় আহত হন আরও ২৬ পুলিশ সদস্য।’
তিনি বলেন, ‘আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি। যারা জঙ্গি হামলা মোকাবেলা করতে গিয়ে শহীদ হলেন তারা আমাদের জাতীয় বীর এবং দেশের অহঙ্কার। তাদের জীবনের বিনিময়ে আমরা এখন অনেক আস্থা ও সম্মান পাচ্ছি। এ জন্য নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে আছি আমরা।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসআই