
ঢাকা: দেশে সর্বত্র বিরাজ করছে জঙ্গি আতঙ্ক। আর এই আতঙ্কের রেশ পড়েছে মিডিয়া ভূবনেও। নাটক-চলচ্চিত্র নির্মাণের জন্য রাজধানীর উত্তরায় অবস্থিত শ্যুটিং হাউজগুলো বেশ জনপ্রিয় বলা যায়। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত শ্যুটিং লেগেই থাকে। কখনো কখনো সারা রাত অবধি চলে শ্যুটিং। কিন্তু জঙ্গি আতঙ্কে এবার কিছুটা পরিবর্তন আসছে শ্যুটিংয়ের সময়ে।
শ্যুটিং হাউজগুলোর সংগঠন ‘শুটিং হাউজ অ্যাসোসিয়েশন’দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টার পর শ্যুটিং হাউজে আর শ্যুটিং করা যাবে না।
শ্যুটিং হাউজ অ্যাসোসিয়েশনের এক নোটিশে বলা হয়, রাত ১১ টার পর শ্যুটিং বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। কোনোভাবেই অনুরোধ করা যাবে না। হাউজগুলোয় আগত লোকজনের নাম খাতায় লিপিবদ্ধ করতে হবে। সশরীরে এসে বুকিং করতে হবে, ফোন করে বুকিং পাওয়া যাবে না। নতুন এ সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
শ্যুটিং হাউস অ্যাসোসিয়েশন সভাপতি খলিলুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, সিদ্ধান্তগুলো আমরা আগেই নিতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। কিন্তু এবার দেশের সাম্প্রতিক পরিস্থিতি, প্রশাসনকে সহায়তা করার জন্য ও আশেপাশের বাড়িওয়ালাদের অনুরোধে সিদ্ধান্তগুলো নিতে হয়েছে।
তিনি আরো জানান, ‘প্রতিটি হাউজে দেখাশোনার জন্য ৩-৪ জন কর্মচারী থাকে। রাতের তিনটায় শ্যুটিং শেষ হলে আবার সকাল সাতটায় তাদের ডিউটিতে আসতে হয়। কিন্তু বেশি রাত হয়ে যাওয়ায় তারা হাউজ পরিষ্কার করে রাখতে পারে না। যার কারণে ইউনিটগুলো নানা অভিযোগ করে। এছাড়া দেরিতে শ্যুটিং শেষ হওয়ায় অনেকেই ছিনতাইয়ের শিকার হন। আর আবাসিক এলাকা হওয়ায় বাণিজ্যিক ব্যবহারেরও কিছু নীতিমালা মানতে হচ্ছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই