জঙ্গি আব্দুল্লাহ’র সহযোগীর তিনদিনের রিমান্ড

দিনাজপুর: ঢাকার কল্যাণপুরে নিহত আব্দুল্লাহ’র সহযোগী মো. আলমগীরকে (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। আলমগীর নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের নূরুল হুদার ছেলে।
দিনাজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বজলুর রশিদ নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, আব্দুল্লাহ’র সহযোগী আলমগীরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের মঞ্জুর করেন। আলমগীরকে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রাম থেকে ছয়টি হাত বোমাসহ আটক করা হয় বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ