
ঢাকা: জঙ্গি উত্থানের বিরুদ্ধে বাংলাদেশে গণজাগরণের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যযালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২রা জুলাইয়ের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আহবানে সাড়া দিয়ে বাংলাদেশে জঙ্গি উত্থানের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছে। আজ ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী উচ্চারণ করে নসিম বলেন, কোন ভাবেই জঙ্গি উত্থানকে বরদাস করা হবে না। সরকার সাহসিকতার সাথে শেখ হাসিনার নেতৃত্বে এ জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছে। গুলশান শোলাকিয়া কিংবা কল্যাণপুরে জঙ্গি ও জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এসময় নাসিম বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গিদের নেপথ্যে জড়িতদের গ্রেফতারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, ওরা (বিএনপি) মানবতা, আইনের শাসনের কথা বলে! তারা ক্ষমতায় থাকাকালীন কোন হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা তদন্ত পর্যন্ত করে নি। খালেদা জিয়া ও হাওয়া ভবনের নির্দেশে ২১শে আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জজ মিয়া নাটকের অবতরণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, এ বিচার অনেক বিলম্ব হয়ে গেছে। আমরা আশা করব ২১শে আগস্টের এ বিচারটি দ্রুত নিষ্পত্তি হবে।
এ সময় নাসিম বিচারটি দ্রুত নিষ্পত্তি ও এর খলনায়কদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রনালয় ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট আহবান জানান।
তিনি বলেন বঙ্গবন্ধুর বিলম্বিত, প্রলম্বিত বিচার সম্পন্ন হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা্র দৃঢ়তার কারণে। আমি আশা করব এ সরকারের আমলেই ২১শে আগস্টের মত নির্মম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে।
কেন্দ্রীয় ১৪ দল নেতা ও বেসামরিক বিমান ও পর্যযটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃনাল কান্তি দাশ প্রমুখ।
প্রতিবেদন: ইয়াসিন রানা, সম্পাদনা: সাইফুল ইসলাম