
ঢাকা: ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীর শ্যামপুরে গণমিছিল ও সমাবেশ করেছে দলটি।
সোমবার দুপুরে রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা জাতীয় পার্টির সন্ত্রাসবিরোধী গণমিছিলটি দোলাইরপাড় থেকে শুরু হয়ে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয় পার্টির নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
গনমিছিল শেষে বাবলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নত দেশে পরিণত হচ্ছে, ঠিক তখনই ধর্মের নামে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে দেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা দেশের শান্তিপ্রিয় মানুষ কখনোই তা হতে দেব না।’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন, তাতে সাড়া দিয়ে আমরা রাস্তায় নেমেছি। দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে তার পাশে থাকবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী নেতা রওশন এরশাদসহ দলের সব নেতা-কর্মীরা।’
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম খলিল মারুফসহ দলের অন্যান্য নেতারা।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/জাই