
ঢাকা: টার্গেট কিলিং ও জঙ্গি দমন করতেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আসাদুজ্জামন খাঁন কামাল বলেন, ‘বিশেষ অভিযানে সারা দেশে সাতদিনে ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এ অভিযানে কোনো ধরনের পুলিশী গ্রেপ্তার বানিজ্য বা উদ্দেশ্যমূলকভাবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি।’
তিনি বলেন, এটি একটি নিয়মিত অভিযান। ঈদ সামনে রেখে এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই অভিযানের ফলে কোনো নির্দোষ ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করার জন্য এই অভিযান হয়নি। এই অভিযানটা বরং হয়েছে জঙ্গি দমন। অনেক আগে থেকে লিস্টেড আসামি মানে ক্রিমিনাল ছিল, তাদেরকে ধরার একটা প্রক্রিয়া আমরা নিয়েছিলাম এবং এ ব্যাপারে আমরা সফল হয়েছি।’
এর আগে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঁড়াশি অভিযানের প্রতিবাদ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধের সঙ্গে যুক্ত থাকার যথাযথ প্রমাণ ছাড়া যথেষ্ট গ্রেপ্তার বন্ধ করা উচিৎ। গ্রেফতারের নামে পুলিশ সাধারণ লোকদের কাছ থেকে ‘বাণিজ্য’ করছে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ